

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:আগামী ৮ মে প্রথম ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে সোমবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে পিতা -পুত্রসহ ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে অনলাইনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা হলেন, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন ও তার ছোট ছেলে আব্দুল্লাহ আল রায়হান, বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন রেজা, যুবলীগ নেতা সেরাজুল ইসলাম টাইগার, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য হালিমা বেগম।
ভাইস চেয়ারম্যান( পুরুষ) পদে যারা মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা হলেন, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, বর্তমান ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, ওবায়দুর রহমান, জামায়াত নেতা খায়রুল আমান, যুবলীগ নেতা মাসুদ পারভেজ ও মোকসেদুর রহমান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা হলেন, মনিরা খাতুন, জোহনা খাতুন, শামীমা বেগম, শিরিন আকতার, সুলতানা খাতুন ও শামীমা জাহান সারা।