গোমস্তাপুর সীমান্তে নিহত সাইফুলের লাশ দুই দিন পর ফেরত দিল বিএসএফ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৪

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে রোকনপুর সীমান্তে নিহত বাংলাদেশী গরু রাখাল সাইফুলের লাশ ২ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত পতাকা বৈঠকের পর সাইফুলের মৃতদেহ হস্তান্তর করা হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ১৬, বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার আব্দুল জব্বার এবং ১৫৯, বিএসএফের ইটাঘাটা কোম্পানি কমান্ডার জয়াবীর সিং।

পরে বিজিবি গোমস্তাপুর থানা পুলিশের এসআই রফিকুল ইসলামের নিকট লাশ হস্তান্তর করে।

এবিষয়ে গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, বিজিবির কাছ থেকে লাশ গ্রহনের পর সাইফুলের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত:গত মঙ্গলবার রাতে ওই সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে মারা যায় সে।

পোস্টটি শেয়ার করুন