নিজস্ব প্রতিবেদক: আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে পৌর টিকরামপুরে অবস্থিত বিদ্যালয় হল রুমে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর বিদ্যালয় পরিদর্শক মুহা জিয়াউল হক।
প্রধান অতিথির বক্তব্যে মুহা জিয়াউল হক বলেন-আজকের সমাজ গড়ে তোলার ক্ষেত্রে শুধু শিক্ষক বা ম্যানেজিং কমিটিই নয়-অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিদ্যালয়ে একজন শিক্ষার্থী ছয়ঘন্টা থাকে বাকী সময়টা পরিবারের সান্নিধ্যেই কাটে তাই অভিভাবকদের সঠিক দিকনির্দেশনা করার মাধ্যমেই একটি সুন্দর সমাজ গঠনে সন্তানদের সঠিক ব্যক্তিত্ত্ব তৈরি হবে।
তিনি বলেন; পিতামাতা সন্তানদের মোবাইল ফোন দিচ্ছেন, কিন্তু সেই মোবাইল ফোন দিয়ে উপকৃত হচ্ছে না ক্ষতি হচ্ছে তা গুরুত্বপূর্ণ। মোবাইল দিয়ে তারা কী শিক্ষামূলক কিছু দেখছে না কী অকারণে সময় নষ্ট করছে, তা অভিভাবকদের দেখভাল করতে হবে। আপনাদের সন্তানরা কার সঙ্গে মিসছে, সৎসঙ্গে মিশছে কী না, কে কি করছে, কতটা সময় পড়া শোনা করছে, ঠিক মতো পড়ছে কী না, এসব দেখার দায়িত্ব অভিভাবকদের।
বিদ্যালয় পরিদর্শক আরো বলেন; নিজ সন্তানদের অবশ্যই মাদক থেকে দুরে রাখতে।
বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়ার উপর তাগিদ দিয়ে সমাবেশে তিনি বলেন; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার যে ঘোষণা দিয়েছেন তার কারিগর আজকের শিক্ষার্থীরা। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সাথে সাথে অভিভাবকদেরও সচেতন হতে হবে।
চরমোহনপুর উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সফিকুল আলম ভোতার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরো বক্তব্য দেন; চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মো: ইব্রাহিম আলী প্রমুখ ।
সূচনা বক্তব্য দেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক: মু. আতিকুর রহমান সুমন
Copyright © 2025 চাঁপাই ট্রিবিউন. All rights reserved.