চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের হাতে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৪

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চকআলমপুর থেকে ৬১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চক আলমপুর পাঠানপাড়ার মাহাজনী ও মৃত জিএম খানের ছেলে ছাত্তার (২৫), মহারাজপুর মিয়াপাড়ার মৃত নাজমা ও মৃত ইউসুফ আলীর ছেলে আব্দুল আলীম (৩০) ও শিবগঞ্জ উপজেলার পারকেজিপুর এলাকার মৃত রোজলী ও মৃত আলকাসের ছেলে মুকুল হোসেন (৫৪)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জানুয়ারি শনিবার রাত ১০ টার দিকে মাদক ক্রয় বিক্রয়ের সময় হাতেনাতে ৬১ পিচ ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় ইয়াবা সেবনের সরঞ্জামাদিও জব্দ করে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আসামিদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ১টি মামলা রুজু করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন