চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সভাপতি সাইদুর, সম্পাদক আনার


কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
৯ মার্চ শনিবার সকাল সাড়ে ৮ টা হতে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে সভাপতি পদে ১ হাজার ৭৪২ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মো. সাইদুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গমের শীষ প্রতীকের প্রার্থী মো. শহিদুল ইসলাম পেয়েছে ১ হাজার ৭১ ভোট। এ ছাড়াও চেয়ার প্রতীকের প্রার্থী মো. আইয়ুব আলী পেয়েছে ৫৩৩ ভোট।
অনদিকে সাধারণ সম্পাদক পদে গামছা প্রতীকের প্রার্থী মো. আনারুল ইসলাম আনার ১ হাজার ৩০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক্টর প্রতীকের প্রার্থী মো. সাহাবুল হক ভোট পেয়েছে ১ হাজার ১৪০টি এবং ষ্টীয়ারিং হুইল প্রতীকের প্রার্থী মো. আব্দুল খালেক ১ হাজার ১০ ভোট পেয়েছেন।
সিনিয়র সহ-সভাপতি পদে হরিণ প্রতীকের প্রার্থী মো. গোলাম আজম ১ হাজার ৩৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মো. হুমায়ন কবির ১ হাজার ১৯১ ভোট পেয়েছে এবং শাপলা ফুল প্রতীকের প্রার্থী মো. নাইরুল ইসলাম পেয়েছে ৭৪৭ ভোট।
সহ-সভাপতি পদে চশমা প্রতীকের প্রার্থী মো. আমিনুল ইসলাম ১ হাজার ১৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গরুর গাড়ী প্রতীকের প্রার্থী মো. আনারুল ইসলাম পেয়েছে ১ হাজার ৮৯ ভোট এবং বটগাছ প্রতীকের প্রার্থী মো. নওশাদ আলী পেয়েছে ১ হাজার ৫২ ভোট।
যুগ্ম সম্পাদক পদে হাত পাখা প্রতীকের প্রার্থী মো. আব্দুল কাদের রাজন ১ হাজার ১৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী মো. ওসমান আলী বাবলু ১ হাজার ১৫২ ভোট পেয়েছে। এ ছাড়া হাতি প্রতীকের প্রার্থী মো. আরিফ আলী ৩৫৭, চাঁদতারা প্রতীকের প্রার্থী মো. রনি ৩৩৩ ও উট প্রতীকের প্রার্থী মো. জমিন আলী ২৩০ ভোট পেয়েছে।
সহ-সম্পাদক পদে মই প্রতীকের প্রার্থী মো. হুমায়ন কবির ২ হাজার ২৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্লাই রেঞ্জ প্রতীকের প্রার্থী শ্রী উজ্জল কর্মকার পেয়েছে ১ হাজার ৪২ ভোট।
কোষাধ্যক্ষ পদে ১ হাজার ২৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী মো. শামিউল আলম রাজু।
সাংগঠনিক সম্পাদক পদে ১ হাজার ১২৩ ভোট পেয়ে আনারস প্রতীকের প্রার্থী মো. মিলন রাজ বিজয়ী হয়েছে।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১ হাজার ১২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে উড়োজাহাজ প্রতীকের প্রার্থী মো. সাজারুল ইসলাম।
দপ্তর সম্পাদক পদে ১ হাজার ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে বাইসাইকেল প্রতীকের প্রার্থী মো. বারিউল ইসলাম।
প্রচার সম্পাদক পদে ১ হাজার ৩০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে গাভী প্রতীকের প্রার্থী মো. আব্দুল মমিন।
সড়ক সম্পাদক পদে রিক্সা প্রতীকের প্রার্থী ১ হাজার ৪২৯ পেয়ে বিজয়ী হয়েছে মো. গোলাম মোস্তফা। দ্বিতীয় আব্দুস সালাম টুটুল ১ হাজার ৪২৮, তৃতীয় ১ হাজার ৩৪৫ পেয়েছে মো. নুরুজ্জামান মুন্সি ও চতুর্থ ১ হাজার ৩২৪ ভোট পেয়েছে মো. তোসিকুল ইসলাম।
কার্যনির্বাহী সদস্য পদে বালতি প্রতীকের প্রার্থী মো. স্বপন আলী ১ হাজার ৩০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। দ্বিতীয় হয়েছে ১ হাজার ২১৬ মো. আফসার আলী, তৃতীয় ১ হাজার ১৫৫ মো. হাবিবুর রহমান ও চতুর্থ ১ হাজার ১৩১ ভোট পেয়েছে মো. আশরাফুল হক।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা জানান, সংগঠনটির কার্যনির্বাহী কমিটির ১৯টি পদের বিপরীতে ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯টি পদের মধ্যে সড়ক সম্পাদকের পদ হচ্ছে ৪টি ও কার্যনির্বাহী সদস্যের পদ ৪টি।
আজ ১০ মার্চ রোববার বিকেল ৫ টায় শ্রমিক ভবনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ৪ হাজার ৪৬৫ জন।