চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৪
ডি এম কপোত নবী : আত্মকর্মসংস্থানের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের  অর্থায়নে অসহায় দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা পরিষদ এর মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে ৩০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।
আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য (সদর) আব্দুল জলিল, সংরক্ষিত নারী সদস্য (সদর) তাসলিমা বেগম, জেলা পরিষদ সদস্য (গোমস্তাপুর) কবির খান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহিদ প্রমুখ।
সেলাই মেশিন বিতরণকালে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, বর্তমান নারীবান্ধব সরকার, নাীদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নারীদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
পোস্টটি শেয়ার করুন