জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন যারা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, মে ১৯, ২০২৪

ট্রিবিউন ডেস্ক: ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্য মেলায় সাত ক্যাটাগরিতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার- ২০২৩ পেয়েছেন সাত উদ্যোক্তা।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য (এসএমই) মেলা-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৪ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী পরে সাত ক্যাটাগরিতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার- ২০২৩ প্রাপ্তদের নগদ পুরস্কার, ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন।

বর্ষসেরা নারী ক্ষুদ্র উদ্যোক্তা স্বপ্না রাণী সেন, বর্ষসেরা পুরুষ ক্ষুদ্র উদ্যোক্তা মো. শাফাত কাদির, বর্ষসেরা পুরুষ ক্ষুদ্র উদ্যোক্তা মো. ওয়ালিউল্লাহ ভূঁইয়া, বর্ষসেরা ক্ষুদ্র নারী উদ্যোক্তা তাসলিমা মিজি, বর্ষসেরা পুরুষ মাঝারি উদ্যোক্তা আশরাফ হোসেন মাসুদ, বর্ষসেরা মাঝারি নারী উদ্যোক্তা সীমা সাহা ও বর্ষসেরা স্টার্ট আপ মদিনা আলী।

পোস্টটি শেয়ার করুন