রাজশাহী প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪, নৃত্য প্রতিযোগিতায় ২য় স্থানে বিজয়ী হয়েছে তয় শ্রেনীর মেধাবী ছাত্র মোঃ সাগর।
রাজশাহী মহানগর ভেড়িপাড়া মিশন স্কুল মাঠে অনুষ্ঠিত স্কুল পর্যায়ে নৃত্য প্রতিযোগিতায় সে ২য় স্থান লাভ করে।
সে মহানগরীর খড়বোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র।
তার পিতা মোঃ রমজান আলী একজন রেস্টুরেন্টের (খাবার হোটেল) মালিক ও মাতা মোসাাঃ ওজিফা বেগম একজন গৃহিনী ও আদর্শ মাতা।সে সকলের দোয়া প্রার্থী।