গোমস্তাপুর প্রতিনিধি : সদ্য সমাপ্ত জাতীয় শিক্ষা সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী নওরিন তাসফিয়াহ জাতীয় পর্যায়ে বাংলা রচনা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে।
স্কুল পর্যায় থেকে শুরু করে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে সে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়। মরহুম সেনা সদস্য তৌহিদুল ইসলামের একমাত্র কন্যা মাত্র ৫ মাস বয়সেই তার বাবাকে হারায়। পিতৃনিবাস নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর গ্রাম থেকে মা স্কুল শিক্ষক তানিয়া বশির তাকে নিয়ে চলে আসেন রহনপুর স্টেশন হটাৎ পাড়ায় তার নানাবাড়িতে। এখানেই তার বেড়ে উঠা। ৮ ম শ্রেণির মেধাবী ছাত্রী তাসফিয়াহ ছোট থেকেই লেখাপড়ার পাশাপাশি সাহিত্য চর্চায় মনোনিবেশ করে।
তারই ধারাবাহিকতায় তার এ সাফল্য বলে সে জানায়। প্রতিক্রিয়ায় সে আরও জানায়, তার এ অর্জনে খুব খুশী সে। স্কুল ও পরিবার থেকে যথেষ্ট সমর্থন পেয়েছে সে। জীবনে সাফল্য পেতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করে নওরিন তাসফিয়াহ।
এছাড়া ৮ম শ্রেণির মেধাবী ছাত্র সুলাইমান ইসলামিক ফাউণ্ডেশন কতৃক আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশ নেয়। সুলাইমান উপজেলার আলীনগর ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে।
রহনপুর তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমেদ বাচ্চু তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাফল্যে খুব খুশী।
তিনি বলেন, আমরা প্রতি সপ্তাহে একটি দিন ক্লাসের পড়ার পাশাপাশি ছাত্র- ছাত্রীদের সহ শিক্ষা দিয়ে থাকি।
তিনি আরো বলেন, এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে তার প্রতিষ্ঠান থেকে ৪৬ জন জিপিএ ৫ সহ সকলেই পাশ করেছে। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক: মু. আতিকুর রহমান সুমন
Copyright © 2025 চাঁপাই ট্রিবিউন. All rights reserved.