

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ আসন্ন উপজেলা দ্বিতীয় ধাপের ভোট ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের নওগাঁ নিয়ামতপুরে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১১ উপজেলা সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী নির্বাচন কমিশনার ইমতিয়াজ মোরশেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি রূপম দাস, উপজেলা নির্বাচন অফিসার পারভেজ মোশাররফ, নিয়ামতপুর থানায় অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ আহম্মেদ, নওগাঁ জেলা আওয়ামী লীগের সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, সোহরাব হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী তুশিত কুমার সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রায়হান কবীর রাজু, আফজাল হোসেন বুলু, রেজাউল করিম, তৌফিক এলাহী চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম, নাজনআরা, ফাতেমা তুজ জোহুরা, স্বপ্না রানী, সাংবাদিক সিরাজুল ইসলাম, আব্দুল আজিজ, সনজিত কুমার দাস, শাহাজাহান সাজু, সিরাজুল ইসলাম জনি আহম্মেদ, মিলন প্রমুখ।