নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচন: প্রার্থীদের প্রচারণায় মাঠ সরগরম।

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, মে ১১, ২০২৪

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে ২১ মে। নির্বাচনকে কেন্দ্র করে এখন প্রার্থীরা  ব্যস্ত সময় পার করছেন। দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারণা ততই বেড়ে যাচ্ছে। লিফলেট হাতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে প্রচার-প্রচারণা। প্রার্থীরা বিভিন্ন হাটে- বাজারে, গ্রামে, গ্রামে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ভোট প্রার্থনা করছেন।

ইতিমধ্যে পোষ্টারে ছেয়ে গেছে গ্রাম, পাড়া-মহল্লায়, হাটে-বাজারে উপজেলার প্রতিটি এলাকা। ভোটারেরা হাটে-বাজারে, গ্রামে, চায়ের স্টলে প্রার্থীদের আচার ব্যবহার, কোন প্রার্থীর কেমন মাঠ তা নিয়ে করছে আলাপ আলোচনা। প্রচার-প্রচারণায় জনপদ হয়ে উঠছে সরগরম।

সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তারা প্রার্থী দেখে ভোট দিবেন। যিনি এলাকার মানুষের জন্য চিন্তা করেন এমন প্রার্থীকেই ভোট দিয়ে তারা চেয়ারম্যান নির্বাচিত করবে।

অপরদিকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পদচারণায় এখন ঘুম ভাঙছে ভোটারদের। ভোর হলেই কড়া নাড়ছেন প্রার্থীরা। মনে হয় ভোটার ও প্রার্থীর মধ্যে আছে আত্মীয়তার বন্ধন, যা অটুট রাখতে মরিয়া প্রার্থীরা। চেয়ারম্যান পদের প্রার্থী ভোট আদায় করতে ভোটারদের দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুত।  

নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন: উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ (কাপ পিরিচ), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন (ঘোড়া), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব (হেলিকপ্টার), নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়

পোস্টটি শেয়ার করুন