

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বর মাঠে প্রায় পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন; বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়, হল ও অনুষদ শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।