প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করলেন আরএমপি’র কমিশনার

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৪

ট্রিবিউন ডেস্ক:”স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ” প্রতিপাদ্যে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ ২০২৪ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপবিপিএম-সেবা পদক পরিয়ে দেন।

এছাড়াও প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পাচ্ছেন আরএমপি’র ৬ জনসহ ৪৮৮ জন কর্মকর্তা ও সদস্য।

আগামীকাল ২৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রাজারবাগ পুলিশ লাইন্‌সের প্যারেড গ্র্যাউন্ডে তাদের এই ব্যাজ পরিয়ে দেবেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।

পোস্টটি শেয়ার করুন