ভোলাহাটে একুশে পদকপ্রাপ্ত জিয়াউল হককে সংবর্ধনা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৪

ট্রিবিউন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একুশে পদক প্রাপ্ত সাদা মনের মানুষ দই বিক্রেতদ জিয়াউল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার উপজেলার মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তাঁকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

কলেজ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো: আলাউদ্দিন।

প্রধান অতিথি ছিলেন চাঁপাই এগ্রো প্রডাক্টের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোহাম্মদ ফিটু।

বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি একুশে পদকপ্রাপ্ত সাদা মনের মানুষ দই বিক্রেতা জিয়াউল হক।

আরো বক্তব্য রাখেন; অত্র কলেজের অধ্যক্ষ আজগর আলী,বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, সহকারী শিক্ষক আব্দুল করিম, সাবেক সেনা সদস্য ইসমাইল হোসেন , অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল সাত্তার ও শাজাহান আলী প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন