ভোলাহাট উপজেলা পরিষদে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন আনোয়ারুল ইসলাম

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: প্রথম ধাপে অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হলেন সহকারী অধ্যাপক মোহা: আনোয়ারুল ইসলাম। উপজেলা বিএনপির সাবেক এই নেতা চিংড়ি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৩০৮৩। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা মো: আব্দুল খালেক কাপ পিরিচ নিয়ে ভোট পেয়েছেন ১০৭৭৩।

এছাড়া চেয়ারম্যান পদে বিএনপির সাবেক নেতা বাবর আলী বিশ্বাস আনারস প্রতীকে ৫৬১৪, আওয়ামী লীগ নেতা মহা:
শরিফুল ইসলাম মোটর সাইকেলে ৪৮৪৯ ও আওয়ামী লীগ নেতা আব্দুল গাফফার মুকুল ঘোড়া প্রতীকে ১৬৩১ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন যুব মহিলা লীগের নেত্রী শাহজাদী বিশ্বাস। তিনি হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ২১৫৬৯ আর তার প্রতিদ্বন্দ্বী মোসা: রেশমাতুল আরশ রেখা ফুটবলে ১৩৬৪০ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে ১৫৭৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা মো: কামাল উদ্দিন, তার প্রতিদ্বন্দী কায়সার হোসেন তালা প্রতীকে ১১৫৩০ ভোট পেয়েছেন। আরেক প্রার্থী হুসেন আলি টিউবওয়েল প্রতীক ভোট পেয়েছেন ৮৮৫৭ টি।

একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোলাহাট উপজেলার ৩৮ কেন্দ্রে ভোট সম্পন্ন হয়।

পোস্টটি শেয়ার করুন