

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান নার্সিং কলেজের যাত্রা শুরু হতে যাচ্ছে।
রোববার দুপুরে নগর ভবনের পশ্চিমে অবস্থিত পিপিপি‘র আওতায় নির্মিত রাজশাহী সিটি কর্পোরেশনের স্বপ্নচুড়া প্লাজার ৭ম তলায় স্থাপিত শহীদ এএইচএম কামারুজ্জামান নার্সিং কলেজ স্থাপন কার্যক্রম পরিদর্শন করেন শহীদ এএইচএম কামারুজ্জামান নার্সিং কলেজের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান নার্সিং কলেজে ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষ হতে শিক্ষার্থী ভর্তি ও শিক্ষা কার্যক্রম শুরু হবে। শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং ( (বেসিক), ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন; শহীদ এএইচএম কামারুজ্জামান নার্সিং কলেজের পরিচালক ও রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমান, রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম সহ সংশ্লিষ্টরা।