

গোমস্তাপুর প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে পূণর্ভবা মুক্ত স্কাউটস গ্রুপের আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৭ এপ্রিল স্হানীয় একটি কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা ও স্থানীয় সংসদ সদস্য মু: জিয়াউর রহমান কে সংবর্ধনা প্রদান করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড.আতিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা।বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা ও রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান,সংগঠনের সম্পাদক ইয়াহিয়া খান রুবেল।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামালউদ্দিন মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ প্রমুখ।