রহনপুর জ্ঞানচক্র একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান


গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর জ্ঞানচক্র একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক সরওয়ার হাবিব।
প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আঃ সাত্তার বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান।
বক্তব্য রাখেন রহনপুর আহম্মাদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক আ: কাইউম ও জিন্নাউল আওয়াল, প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনসহ অন্যরা।