ট্রিবিউন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার সকল শ্রেণী-পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খান।
আজ এক শুভেচ্ছা বার্তায় পৌর মেয়র মতিউর রহমান খান বলেন; ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি আমাদের মুসলমানের জন্য বড়ই আনন্দের, খুশির দিন। এই ছোট্ট শহর থেকে বিভিন্ন প্রান্তে বিভিন্ন পেশায় যুক্ত থাকা মানুষ শিকড়ের টানে ফিরে আসেন আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।’
তিনি বলেন; ‘ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ রহনপুর পৌরসভা, সেই সাথে সমৃদ্ধ বাংলাদেশ এই প্রত্যাশা করি। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হোক আমাদের এই পৌরসভা।
তিনি আরও বলেন; ‘ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে।’ ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে। পবিত্র ঈদুর ফিতরে এ প্রত্যাশা করি।
_________
শুভেচ্ছান্তে;
মতিউর রহমান খান
মেয়র, রহনপুর পৌরসভা।
সাবেক সাংগঠনিক সম্পাদক, পৌর আওয়ামী লীগ।
সাবেক সাংগঠনিক সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ।
সাবেক সাধারণ সম্পাদক, রহনপুর পৌর আওয়ামী যুবলীগ।
প্রকাশক ও সম্পাদক: মু. আতিকুর রহমান সুমন
Copyright © 2025 চাঁপাই ট্রিবিউন. All rights reserved.