

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁনের পিতার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে পৌর মেয়রের বাবা মোসাহাক আলী খানের রহনপুর পৌর এলাকার জালিবাগান কবর স্থানে কবর জিয়ারত শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরেসন্ধ্যায় প্রসাদপুর কামিল মাদ্রাসা মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারে এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেয়।
ইফতারের পূর্ব বক্তব্যে মেয়র মতিউর রহমান খাঁন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তার মরহুম বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।