

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন কর্মকান্ড নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মে) সকালে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আয়োজনে রহনপুর রেল স্টেশন প্লাটফর্মে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খাঁন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগন্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, সাংবাদিক নেতা ও রেলবন্দর বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা আসাদুল্লাহ আহমদ ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল প্রমুখ।
সভায় রহনপুর রেলবন্দরকে ঘিরে নেয়া রেলওয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে উপস্থিত সকলের সহায়তা কামনা করা হয়।