ট্রিবিউন ডেস্ক: জেলা প্রশাসন, ঢাকার অভিযানে প্রায় ০৬ (ছয়) কোটি টাকা মূল্যের সরকারী খাস জমি উদ্ধার । রাজধানীর কদমতলী থানায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা এ খাসজমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত খাস জমির পরিমান ৩১.৬৮ শতক।
২০ ফেব্রুয়ারী মঙ্গলবার জেলা প্রশাসক, ঢাকা আনিসুর রহমান-এর নির্দেশে মতিঝিল রাজস্ব সার্কেলের কদমতলী মৌজাস্থ ১ং খতিয়ানের সিটি ২৯৩২ নং দাগের ৩১.৬৮ শতক জমি উদ্ধার করা হয় যার আনুমানিক বর্তমান বাজার দর প্রায় ০৬ কোটি টাকা।
ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) জনাব মো: শিবলী সাদিক এর তত্বাবধানে , মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান অভিযান চালিয়ে এই খাসজমি উদ্ধার করেন। একইসঙ্গে সাইনবোর্ড টানিয়ে জেলা প্রশাসন, ঢাকার দখল ও নিয়ন্ত্রণে নেয়া হয়। এই অভিযান পরিচালনার সময় মতিঝিল রাজস্ব সার্কেলের সার্ভেয়ার ও সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
ঢাকা জেলার জেলা প্রশাসক আনিসুর রহমান জানান ' ঢাকা জেলার দামী সরকারি খাস জমি বিভিন্ন দখলদাররা অবৈধভাবে দখল করে আছেন, এসকল জমি রক্ষায় জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।'
প্রকাশক ও সম্পাদক: মু. আতিকুর রহমান সুমন
Copyright © 2025 চাঁপাই ট্রিবিউন. All rights reserved.