নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ থেকে রাজশাহী কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
সোমবার সকাল সাড়ে ১০ টার পর থেকে অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেকের পদত্যাগসহ বেশ কয়েক দফা দাবিতে কলেজের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। ওই সময় তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। পাশাপাশি রাজশাহী কলেজ যেনো রাজনীতি মুক্ত থাকে সেই দাবি জানান তারা।
শিক্ষার্থীরা বলেন, সোমবার থেকে রাজশাহী কলেজে কোনো সমন্বয়ক কমিটি নেই, কেউ সমন্বয়ক না। আমরা দেশের জন্য তাজা রক্ত দিয়েছি। আমাদের ভাই-বোনেরা নিজের জীবন উৎসর্গ করেছে। শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে আজ আমরা নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। আমাদের মধ্যে কোনো দল নেই। আমরা সাধারণ শিক্ষার্থী। আমরা সমন্বয়ক হতে আসি নাই। আমাদের একটাই উদ্দেশ্য ছিল স্বাধীনতা অর্জন। তা আমরা অর্জন করেছি। এখন থেকে আমরা অন্যায়, নির্যাতন ও সন্ত্রাসের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়াব।
প্রকাশক ও সম্পাদক: মু. আতিকুর রহমান সুমন
Copyright © 2025 চাঁপাই ট্রিবিউন. All rights reserved.