রাজশাহী স্যানেটারি ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২৪

ট্রিবিউন ডেস্ক:রাজশাহী স্যানেটারি ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার নগরীর সীমান্ত নোঙ্গরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানের শুরুতে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যবসায়ীবৃন্দ। এরপর প্রধান অতিথির বক্তব্য দেন রাসিক মেয়র।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী স্যানেটারি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এনায়েত উল্লাহ খান সবুজ, সাধারণ সম্পাদক মোঃ এনায়েতুর রহমান, সহ-সভাপতি শামসুজ্জামান মতিসহ সমিতির সদস্যবৃন্দ ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন