

ট্রিবিউন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদ্য নিয়োগপ্রাপ্ত সদস্য ড. প্রদীপ কুমার পান্ডের বাবা প্রবোধ কুমার পান্ডে আর নেই…।
আজ বুধবার সকাল ৯ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর৷ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন প্রবোধ কুমার পান্ডে। ১০ দিন যাবত রামেক হাসপাতালের আইসিইউ তে ভর্তি ছিলে। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ দুপুর ২ টায় রাজশাহী জেলার বাঘায় তাঁর শেষ কৃত্য সম্পন্ন হবে।
প্রয়াত প্রবোধ কুমার পান্ডের আরেক ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. প্রণব কুমার পান্ডে।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক সমবেদনা জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, লোক প্রশাসন বিভাগসহ অসংখ্য মানুষ।