রাবি আইন বিভাগে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৪

ট্রিবিউন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে।

আজ সোমবার বিকেলে এক অনাড়ম্বর আয়োজনে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এই কর্নারের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন; বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং সম্মানিত অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক ও আইন অনুষদের অধিকর্তা অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ।

আইন বিভাগের সভাপতি অধ্যাপক মো. হাসিবুল আলম প্রধান এতে সভাপতিত্ব করেন। সেখানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক অধ্যাপক মো. আনিসুর রহমান।

এই বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধু ও সংশ্লিষ্ট বিষয়ে বইপত্র, দলিল-দস্তাবেজ, আলোকচিত্র ইত্যাদি সংরক্ষণ করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন