রাবি উপাচার্যের কাছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের শ্রেণিভিত্তিক ডাটাবেজ হস্তান্তর


ট্রিবিউন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের শ্রেণিভিত্তিক ডাটাবেজ উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের কাছে হস্তান্তর করা হয়েছে
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপাচার্যের কাছে ডাটাবেজ প্রস্তুতকরণ কমিটির সভাপতি অধ্যাপক মো. সাইয়েদুজ্জামান (হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগ) ও সদস্যবৃন্দ এই ডাটাবেজ হস্তান্তর করেন।
এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান প্রমুখ।