

রাবি প্রতিনিধি: “আরইউএসসি পরিবেশ সপ্তাহ ২০২৪” এর বিভিন্ন কার্যক্রম এর মধ্যে একটি কার্যক্রম “আরইউএসসি ট্রি প্লানটেশন ড্রাইভ ২০২৪”। এই কর্মসূচিতে ১০০০ গাছ বিনামূল্যে শিক্ষার্থীর মাঝে বিতরণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব।
বুধবার (৫ জুন) সকাল সাড়ে এগারোটা এ বিশ্ববিদ্যালয়ের জুবেরি মাঠে এ আয়োজন করে রাবি সায়েন্স ক্লাব।
ক্লাব সভাপতি মাসুদ বলেন, “বিশ্ব পরিবেশ দিবস কে সামনে রেখে সায়েন্স ক্লাব প্রতি বছরই গাছ লাগিয়ে থাকে। প্রতি বছর আমরা বিভিন্ন স্কুল এবং কলেজে গাছ লাগিয়ে থাকি, তবে এবছর আমাদের ক্যাম্পেইন টা একটু ভিন্নভাবে করার চেষ্টা করছি। আমরা প্রতিবছরের মত শুধুমাত্র একটি জায়গায় সকল গাছ না দিয়ে সকলের মাঝে ছড়িয়ে দেয়ার চেষ্টা করছি। এটি আমাদের গ্রিন হরাইজন ক্যাম্পেইন এর একটি অংশ। আমরা চাই সারা বাংলাদেশে এধরণের ক্যাম্পেইন চালু হোক।”
উক্ত কর্মসূচিটির সহযোগিতায় ছিল সামাজিক বনবিভাগ, রাজশাহী। এটি “আরইউএসসি পরিবেশ সপ্তাহ ২০২৪” এর ৩য় ধাপের কর্মসূচি। এর আগে ১ম ধাপে “আরইউএসসি ইনভায়রনমেন্ট ক্যাম্প ২০২৪” এর আয়োজন করে রাবি সায়েন্স ক্লাব এবং ২য় ধাপে “আরইউএসসি ইকো স্মার্ট ডাস্টবিন স্থাপন কর্মসূচি ২০২৪” এর আয়োজন করা হয় ৩ জুন, ২০২৪।
উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন রাবি সায়েন্স ক্লাবের সাবেক সহ-সভাপতি নাজনীন আরা নিশু, সহ-সভাপতি মোঃ সায়েম আলম, হাসান হাওলাদার, সাধারণ সম্পাদক শেখ সৈকত সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। এই কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যায়। ফলজ, বনজ ও ঔষধি গাছ সহ বিভিন্ন ক্যাটাগরির প্রায় ১০০০ গাছ বিনামূল্যে বিতরণ করা হয়।
উল্লেখ্য, রাবি সায়েন্স ক্লাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজে আরো চার হাজারের অধিক গাছ বিনামূল্যে বিতরণ করবে।