বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের মাগফিরাত কামনায় গোমস্তাপুরে দোয়া ও ইফতার মাহফিল

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে রহনপুর জনতা উচ্চ বিদ্যালয় মাঠে গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী এর আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। তার আগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও রাবি ছাত্রলীগের সাবেক ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক টগর মোঃ সালেহ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো মহসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোমিনুল ইসলাম মোমিন বিশ্বাস, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দুরুল হোদা স্বপন, জহুরুল ইসলাম জয়, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল হক, সাংগঠনিক সম্পাদক মোহবুল ইসলাম মাহাবুব, আলিনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদ আব্দুল্লাহ, বাঙাবাড়ী ইউনুস স্মরণী স্কুল ও কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জেম আলম, আলীনগর স্কুল ও কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সজীব আলিসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন