গোমস্তাপুরে ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, মে ২৬, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুদিন ব্যাপী ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬মে বৃহস্পতিবার সকাল ১০টায় গোমস্তাপুর উপজেলা সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ সচিব ড. মোঃ হারুনূর রশীদ।

সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ূন রেজা।

এছাড়াও উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভা মেয়র মতিউর রহমান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহ ও মাহফুজা খাতুন।

পোস্টটি শেয়ার করুন