বর্ষীয়ান সাংবাদিক ও কলামিস্ট গাফফার চৌধুরীর মরদেহে রাসিক মেয়রের শ্রদ্ধা নিবেদন


ট্রিবিউন ডেস্কঃ অমর একুশের গানের রচয়িতা, বর্ষীয়ান সাংবাদিক, সাহিত্যিক ও কলাম লেখক আবদুল গাফফার চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
আজ শনিবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাসিক মেয়র। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন; আবদুল গাফফার চৌধুরীর মৃত্যু দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি। মুক্তিযুদ্ধের চেতনা ও মুল্যবোধে তিনি ছিলেন আপোষহীন। সাংবাদিকতা ও সাহিত্য অঙ্গনে তাঁর অবদান চিরস্মরণীয়। তিনি তাঁর কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেচেঁ থাকবেন।’
উল্লেখ্য, স্থানীয় সময় বুধবার রাতে যুক্তরাজ্যের লন্ডনে শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান লেখক, বিশিষ্ট সাংবাদিক ও জনপ্রিয় কলামিস্ট আবদুল গাফফার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।