রাবিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জুন ৬, ২০২২

ট্রিবিউন ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট (আইইএস) এর আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় প্রকৌশল অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. আইনুন নিশাত।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।

উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা করেন- প্রফেসর এ টি এম নাদেরুজ্জামান (উদ্ভিদবিজ্ঞান), প্রফেসর বিধান চন্দ্র দাস (প্রাণিবিদ্যা), প্রফেসর দুলাল চন্দ্র বিশ্বাস (গণযোগাযোগ ও সাংবাদিকতা) এবং প্রফেসর মো. গোলাম মোস্তফা ও প্রফেসর মো. রেদওয়ানুর রহমান (আইইএস)।

আইইএস’র পরিচালক প্রফেসর সাবরিনা নাজের সভাপতিত্বে এই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন- উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম।

এই অনুষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা এবং ক্লাইমেট ক্যাম্পের পুরস্কারও প্রদান করা হয়।

পোস্টটি শেয়ার করুন