গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট ফারুক (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া যুবক ফারুক পার্বতীপুর ইউনিয়নের দান্দিপুর গ্রামের শাহাবুদ্দীনের ছেলে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা মোড়ে এ ঘটনা ঘটে।
পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় সে দোকানে অটো চার্জার ভ্যান চার্জ দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।