ডিএমপি’ র অতিরিক্ত পুলিশ কমিশনার হলেন সৈয়দ নুরুল ইসলাম

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:১১ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২২

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ডিআইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার সৈয়দ নুরুল ইসলাম ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার ৩০ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বদলিকৃতদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন

সদ্য পদোন্নতি প্রাপ্ত চার ডিআইজি কে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
তারা হলেন: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদে চলিত দায়িত্বে থাকা মো. মুনিবুর রহমান, মো. আসাদুজ্জামান এবং ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম ও মোহাম্মদ হারুন অর রশীদ।

উল্লেখ্য; সৈয়দ নুরুল ইসলাম বিসিএস ২২ ব্যাচে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। নারায়নগঞ্জ, ময়মনসিংহ ও কুমিল্লা জেলার পুলিশ সুপার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ডিএমপি রমনা ও ওয়ারী জোনে দায়িত্ব পালনসহ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সৈয়দ নুরুল ইসলাম ১৯৭১ সালে ১লা মার্চ প্রাচীন গৌড় নগরীর জনপদ চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌর এলাকার জলমাছমারিতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ কসিমুদ্দীন মিঞা এবং মাতা সৈয়দা গুলনাহার বেগম। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি পিতা-মাতার চতুর্থ সন্তান। মেজো ভাই সৈয়দ নজরুল ইসলাম বর্তমানে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম তাঁর ছোট ভাই।

পোস্টটি শেয়ার করুন