গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর পার্বতীপুর ইউনিয়নে বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) ডাসকোর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মহিউদ্দিন কাদরী।
শনিবার ২৩ জুলাই এনজিও ডাসকোর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন; এল,আই,এন,জির প্রতিনিধি আব্দুল খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ডাসকো ফাউন্ডেশনের ট্রেনার ইশতিয়াক আলী, আঞ্চলিক সমন্বয়কারী সেলিম রেজা।
পরে তারা কাসরইল আদিবাসী পল্লী পরিদর্শন করেন এবং আদিবাসী নৃত্য উপভোগ করেন।