আরএমপি ডিবির হাতে ছয় কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ আটক মাদক ব্যবসায়ী

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২২

ট্রিবিউন ডেস্ক: রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাজা ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীঃ সামসুল হক(২৯)। সে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মৃত আব্দুর রবের ছেলে।

আরএমপি গোয়েন্দা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়; মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবালের সাথে থাকা এস আই সুমন কুমার সাহাসহ মহানগর এলাকায় বিশেষ ডিউটি চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ৫ আগস্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজপাড়া থানার দাশপুকুর সাকিনস্থ মাসুদের মাইক্রো গ্যারেজের সামনে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ট্রাভেল ব্যাগে ৬ কেজি গাঁজাসহ সামসুল হক নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক সামসুল হক জিজ্ঞাসাবাদে জানায়, ঢাকা থেকে গাঁজা গুলো রাজশাহী নিয়ে আসে। তার সাথে থাকা আরেকজন পালিয়ে যায়। পলাতক মাদক ব্যবসায়ীর নাম মেহেদী হাসান আরিফ (৩১)। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

আটকের পর আসামির মামলা রুজু করা হয়েছে বলে জানান আরএমপি ডিবি।

পোস্টটি শেয়ার করুন