২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সভা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২২

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ২০০৪ সালে ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে বোমা হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে রহনপুর কলোনিমোড়স্থ দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ জিয়াউর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডল, রহনপুর পৌর আওয়ামী লীগ সভাপতি আঃ আজিজ, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার, রহনপুর ইউসুফ আলী কলেজ শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুরশালিন হক প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহ, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি দুরুল হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন