গোমস্তাপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ 

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২২

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক স্কুল ছাত্রী (১৩)কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।  

রোববার দুপুরে উপজেলার বোয়ালিয়া  ইউনিয়নের গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই ছাত্রীকে সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর রামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

স্কুল ছাত্রীর স্বজনরা জানায়; রোববার বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার সময় প্রতিবেশী খায়রুলের ছেলে সাকিব (১৫) তাকে তার বাসায় ডেকে নেয়। এ সময় সাকিবের বাড়িতে কেউ ছিল না। এক পর্যায়ে সে তাকে ধর্ষণ করে। পরে সেখান থেকে পালিয়ে এসে স্কুল ছাত্রী ঘটনাটি পরিবারের লোকজনকে জানায়।

সোমবার সকালে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালের ওসিসিতে স্থানান্তর করে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান; এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন