চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত ১, আহত ২

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২২

ডি এম কপোত নবী: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

এ সময় গুলিবিদ্ধ হয়ে আত্নগোপনে আছে ২ জন। স্থানীয়দের অভিযোগ নিহত ব্যক্তি অবৈধভাবে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে মারা গেছেন।

নিহত ব্যক্তি উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের তাজ উদ্দিনের ছেলে ভদু (৪০)।
আহতরা আত্নগোপনে থাকায় তাদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, শিংনগর সীমান্ত দিয়ে ১০-১২ জনের একটি গরু চোরাচালানের দল ভারতে গরু আনতে অবৈধভাবে প্রবেশ করার পর গরু নিয়ে মঙ্গলবার দিবাগত রাতে ফেরার সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে এ হতাতের ঘটনা ঘটে। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

এদিকে মনাকষা ইউনিয়নের ওয়ার্ড সদস্য সেরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে ২ জন গুলিবিদ্ধ এবং এক জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

তবে লাশের এখনও সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি।

এ ব্যাপারে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল নাহিদ জানান, সীমান্তে হতাহতের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। খোঁজ নিয়ে নিশ্চিত হলে জানানো হবে।

পোস্টটি শেয়ার করুন