ডাঃ অর্ণা জামানের জন্মদিনে রাজশাহী জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা’র জন্মদিনে রাজশাহী জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, কেক কাটা ও খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) মোহনপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেশরহাট পৌরসভার রায়ঘাটি জামে’আ কুরআনিয়া দারুল উলুম হাফেজিয়া শিশু সদন ও কাওমী মাদ্রাসার ছাত্রদের নিয়ে মাদ্রাসার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি। আর কেশরহাট পৌর শাখা ছাত্রলীগের ব্যবস্থাপনায় দোয়া মোনাজাত শেষে শিশুদের মাঝে খাবার প্যাকেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ তাজওয়ার আহমেদ, ডাঃ লেমন, কেশরহাট পৌর শাখা ছাত্রলীগের সভাপতি মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিন আলম, এফ. এ রানা, নাজমুল ইসলাম, কাউছার আহমেদ সেতু, ফরহাদ আহমেদ, আনাস মোল্লাহসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।
এছাড়াও রাজশাহী জেলা ছাত্রলীগের অন্তর্গত-দুর্গাপুর উপজেলা ছাত্রলীগ, বাগমারা উপজেলা ছাত্রলীগ, পুঠিয়া উপজেলা ছাত্রলীগ, বানেশ্বর সরকারি কলেজ ছাত্রলীগ, গোদাগাড়ী উপজেলা ছাত্রলীগ, তানোর উপজেলা ছাত্রলীগ সহ রাজশাহী জেলার অন্তর্গত বিভিন্ন স্তরের নেতাকর্মীর উদ্যোগে আজ দিন ব্যাপী কেক কাটা, দোয়া মাহফিল, খাবার বিতরন ও বৃক্ষরোপন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
উল্লেখ্য; ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের দৌহিত্র এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সুযোগ্য কন্যা। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।