নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিশ্ব বাংলা সাংস্কৃতিক পরিষদ পরিষদের আয়োজনে নৃত্য প্রতিযোগিতা-২০২২ বিভাগীয় বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। ।
সোমবার রাজশাহী শিশু একাডেমিতে গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেড এর সৌজন্যে দিনব্যাপী বিভাগীয় বাছাইপর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিন আকতার রেনী। বাছাইপর্বে উত্তীর্ণ প্রতিযোগিদের সন্ধ্যায় সনদ পত্র বিতরণ করেন প্রধান অতিথি।
এ সময় তিনি বলেন; নৃত্য শারীরিক ব্যায়াম, যা শরীরের জন্য খুব প্রয়োজন। সেই সাথে বাছাইপর্বে যে সব প্রতিযোগিরা উত্তীর্ণ হয়েছে তার জন্য শুভকামনা জানাই এবং আয়োজকদের রাজশাহী শহর ঘুরে দেখার আমন্ত্রনও জানান তিনি।
তিনি বলেন; সফল উদ্যোক্তা হিসেবে গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান খুব অল্প বয়সেই রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক হয়েছে যা খুবই গর্বের। সে আগামীতে আরো ভাল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব হাসিব পান্না এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌস, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক ও গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান।
এছাড়া বিশ্ব বাংলা সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটি ঢাকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন; সহ-সভাপতি গোলাম মোস্তফা ববি, উপদেষ্টা মৃণাল কুমার বন্দৈ, সুদিপ কুমার দত্ত, সংগীতা রোজারিও।
অনুষ্ঠান সমন্বয়ক ছিলেন; বিশ্ব বাংলা সাংস্কৃতিক পরিষদ রাজশাহী বিভাগের আহ্বায়ক কমিটির সদস্য, খালিদ হাসান মিলু, স্পর্শ সরকার ঐক্য।