সাফ চাম্পিয়নশিপের শিরোপা জেতায় বাংলাদেশ নারী ফুটবল দলকে শাহিন আকতার রেনীর অভিনন্দন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২২

ট্রিবিউন ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিন আকতার রেনী।

সোমবার (১৯ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় গোটা জাতিকে জয়ের উচ্ছ্বাসে ভাসানোর জন্য নারী ফুটবল দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, নারী ফুটবল দলের গৌরবময় এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনে যুক্ত করলো নতুন মাইলফলক।

নারীনেত্রী শাহিন আকতার রেনী বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচসহ বাফুফের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে নারী ফুটবলে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো নারী সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাবিনা-কৃষ্ণারা।

পোস্টটি শেয়ার করুন