মোঃ সিফাত রানা, গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এসিআই মটরসের বার্ষিক সার্ভিস সোনালীকা ডে মেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২০ সেপ্টেম্বর দিনব্যাপি পার্বতীপুর সোনাবর আদর্শ কলেজ মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়।
রিজওনাল সার্ভিস ম্যানেজার মাহফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথির বক্তব্য দেন কোম্পানি সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) শামিম হোসেন, সহকারী ম্যানেজার তাজনুর ইসলাম, এরিয়া সেলস এক্সিকিউটি মেহেদী হাসান, টেরিটোরি ম্যানেজার মাসুদ আলম, সার্ভিস ইঞ্জিনিয়ার মাসুম বিল্লাহসহ অন্য এসিআই মটরসের কর্মকর্তা,সোনালীকা ট্রাক্টরের মালিক ও চালকরা।
দিনব্যাপী এই মেলায় চালকের জন্য বিভিন্ন প্রকার প্রতিযোগিতার খেলা, স্বাস্থ্যসেবা, সাশ্রয়ী মূল্যে যন্ত্রানাংস বিক্রি, চালকের দক্ষতা বৃদ্ধি ও এলাকার প্রায় ১০০টি গাড়ীর ইঞ্জিন বিনামূল্যে মেরামত করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।