নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলিসহ মো.বাবুল ওরফে বাবলু(২৪) নামে এক যুবক আটক করা হয়েছে।
গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটার দিকে চৌডালা ব্রীজের নিকট থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। সে রাজশাহী মহানগরীর মতিহার থানার ভাটাপাড়া (খড়খড়ি বাইপাস) মহল্লার মো.বাদশার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক((এসআই) অনুপ কুমার সরকার বলেন, গোপন খবরের ভিত্তিতে কালো স্কচটেপ মোড়ানো অবৈধ আগ্নেয়াস্ত্রসহ বাবলুকে আটক করা হয়।
এ ঘটনায় অবৈধ অস্ত্র ব্যবসার অভিযোগ এনে গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে। আসামীকে আজ শনিবার(২৪ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে।