রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনের সুস্থতা কামনায় নগরীর বিভিন্ন স্থানে দোয়া মাহফিল

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২২

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর সুস্থতা কামনা করে রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এছাড়াও নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উদ্যোগেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ আসর পলিটেকনিক কলেজ ক্যাম্পাস মসজিদে শিক্ষার্থীদের নিয়ে দোয়ার আয়োজন করা হয়।
পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি জীহান ও সাধারণ সম্পাদক রানার আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী পলিটেকনিক শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে বেলা ১২ টায় নগরীর শহীদ বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে দোয়ার আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের কর্মী রবিউল ইসলাম রবির আয়োজনে এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
এছাড়াও আরোও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া নগরীর ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে বাদ আসর স্থানীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মোস্তফার উদ্যোগে নগরীর শাহ্ মখদুম থানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এছাড়াও সন্ধ্যায় রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষের আয়োজনে নগরীর ঘোষপাড়া মোড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন ছাত্রলীগের সাবেক বর্তমান নেতৃবৃন্দ। এছাড়াও জায়নামাজ বিতরণ করা হয়।

এদিকে বাদ মাগরিব মহানগরীর ২৯নং ওয়ার্ড খোঁজাপুর রিয়াজুল জান্নাহ হাফেজিয়া মাদ্রাসায় মতিহার থানা ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এছাড়া বাদ এশা ২৮নং ওয়ার্ড পূর্ব ছাত্রলীগের আয়োজনে ধরমপুর বায়তুল নূর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও মহানগরীর বোয়ালিয়া (পূর্ব) ও বোয়ালিয়া (পশ্চিম) থানা ছাত্রলীগের আয়োজনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য; বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ভারতের একটি হাসপাতালে কণ্ঠনালির অস্ত্রোপচার করে চিকিৎসাধীন আছেন।

পোস্টটি শেয়ার করুন