রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীর তেরখাদিয়া মথুরডাঙ্গা এলাকায় একটি বাড়িতে নিউপ্যাডের লোগো নকল করে নিম্নমানের অস্বাস্থ্যকর স্যানিটারি ন্যাপকিন প্যাড তৈরির কারখানায় অভিযান চালানো হয়েছে।
১৯ অক্টোবর বুধবার দুপুরে রাজশাহীর ভোক্তা সংরক্ষণ অধিপ্তরের উপপরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় ভয়ংকর ক্ষতিকারক উপদান দিয়ে প্যাড তৈরীর অভিযোগে ওই কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিামানা করা হয়। ওই প্যাডে ব্যবহার হয় নিম্নমাণের তুলা, ঝুট কাপড় ও ছিঁড়া কাপড়।
বিএসটিআই এর অনুমোদন ছাড়ায় নোংরা ও অস্বাস্থকর পরিবেশে মেয়েদের ঋতুকালীন সময়ে ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিন প্যাড তৈরী করা হচ্ছিল ওই কারখানায়। বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা সংরক্ষণ অধিকারের উপপরিচালক হাসান আল মারুফ।
চিকিৎসকরিা বলছেন, এমন প্যাড ব্যবহারে নারীদের সংক্রামক রোগ সহ জরায়ুতে ক্যান্সারের সম্ভাবনা রয়েছে।