ট্রিবিউন ডেস্ক: রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডে রাস্তার কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে ১৯নং ওয়ার্ডের ছোটবনগ্রাম বারো রাস্তা থেকে পারিলা ইউনিয়নের সংযোগ সড়ক পর্যন্ত এ নতুন কার্পেটিং রাস্তার উদ্বোধন করেন রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমন।
এ সময় কাউন্সিলর সুমন বলেন, রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সার্বিক সহযোগিতায় রাসিকের ৩০টি ওয়ার্ডের দৃশ্যমান উন্নয়ন কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই শুরু হওয়া কার্পেটিং রাস্তাটির এক হাজার মিটার সেকেন্ডারি ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য রাস্তাঘাট, ড্রেন নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মুর্শেদ, ইউপি মেম্বার কাশেম আলী, রাসিকের সহকারী প্রকৌশলী মোঃ মোকাম্মেল হোসেন পপি, উপ-সহকারী প্রকৌশলী শরাফ উদ্দিন আল মতি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান রিথিন এন্টারপ্রাইজের ম্যানেজার মোঃ আমিন, সিদ্দিক মোল্লা, মনির মোল্লা, মাওলানা মোঃ আব্দুল বারী, মাওলানা মোঃ আব্দুল জলিল, প্রফেসর মোঃ ফয়েজ উদ্দিন, মো এনামুল হক, আসরাফ আলী, হাফিজা বেগম হ্যাপি, শহিদুল ইসলাম, ওলি, জামরুল ইসলাম, যুবনেতা মানিক, অহিদুল, সাজু, ওয়ার্ড সচিব মোঃ নুরুল ইসলাম ফয়সাল প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।