রাজশাহী প্রতিনিধি: আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে বৃহস্পতিবার রাজশাহীর নাইস কমিউনিটি সেন্টারে রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সমন্বয় কমিটির আয়োজনে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন; ঢাকা নয় রাজশাহী থেকে সরকার পতনের খেলা শুরু হবে। আর পতনের মুল পেরেক মারা হবে ঢাকার গণসমাবেশে।
প্রধান অতিথির বক্তব্যেও পূর্বে বিভাগের আটটি জেলা থেকে আগত বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের সুপার ফাইভ নেতৃবৃন্দ নিজ নিজ জেলা থেকে কিভাবে সমাবেশস্থলে উপস্থিত হবে সে বিষয়ে বক্তব্য রাখেন। সেইসাথে সকল বাধা উপেক্ষা করে সমাবেশে আসার অঙ্গিকার করেন তারা। আর রাজশাহী জেলা ও মহানগরের নেতৃবৃন্দ আগত অতিথিদের সকল সুযোগ সুবিধা প্রদান করার প্রতিশ্রুতি দেন।
সমন্বয় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন ও বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফউদ্দিন।
সভা সঞ্চালনা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত ও এ এইচ এম ওবাইদুর রহমান চন্দন। এছাড়াও বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সুপার ফাইভ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।