আদালত প্রাঙ্গণ থেকে পালানো দুই জঙ্গি কে ধরিয়ে দিতে ২০ লাখ টাকা পুরষ্কার ঘোষণা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২২

ট্রিবিউন ডেস্ক: রাজধানীর সিজেএম আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যানে ওঠানোর সময় পুলিশের চোখে স্প্রে করে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গিকে ধরতে সারা দেশে রেড এলার্ট জারি করেছে ডিএমপি পুলিশ। এছাড়া দুই জঙ্গিকে ধরিয়ে দিতে পারলে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ পুরস্কার ঘোষণা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি করেছে ডিএমপি পুলিশ।

এর আগে রোববার বেলা ১২টার দিকে পুরান ঢাকার জনসন রোডে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের সামনে থেকে প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। ওই দুই জঙ্গির একজন মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির। অন্যজন মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব।

পুলিশের দাবি, জঙ্গিরা আদালত প্রাঙ্গণে পুলিশের চোখে বিশেষ স্প্রে করে একটি মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। মোটরসাইকেলটি চালাচ্ছিল আরেকজন। ছিনিয়ে নেয়া জঙ্গিরা একাধিক মামলার আসামি। আজ মোহাম্মদপুর থানার সন্ত্রাস বিরোধী একটি মামলা তাদের আদালতে নেয়া হয়।

এদিকে, এই ঘটনায় কারও গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তবে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিদের ডান্ডাবেড়ি ছাড়া কেন শুধু হ্যান্ড কাপ পরিয়ে আদালতে তোলা হয় তা নিয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কার্যালয়ে হত্যা করা হয় দীপনকে। এই হত্যার মামলায় গেলো বছরের ১০ ফেব্রুয়ারি আসামিদের মৃত্যুদণ্ড দেয় আদালত। আসামিদের মধ্যে জিয়া ও আকরাম পলাতক। বাকিরা কারাগারে ছিল।

পোস্টটি শেয়ার করুন