কবিতা- মায়াবী তুমি

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২২

🔹 কবিতা 🔹
▪️▪️▪️মায়াবী তুমি▪️▪️▪️

নাহিদ হাসান:

হঠাৎ দেখিয়া তাহাকে, স্বপ্ন জাগিয়াছে চোখে।
বাড়াইয়াছি হাত তাহার পানে,
ধরিবে নাকি ফিরিয়া দিবে,
তাহা কে জানে!!

মায়াবী ঐ চোখ, দেখিতেছি অপলক
রূপ তাহার রূপ শুধু নয়,
অপরূপ সুন্দরী, অর্ধেক নারী সে, অর্ধেক পরী।।

লাল শাড়ী আর কালো টিপ
ঠোঁটের কোণায় হাসি,
হাতে সাদা চায়ের কাপ
যেন চুমুকেই ভালোবাসি!

পাশের টেবিলে বসিয়া
হাতে নিয়ে মেনুকার্ড,
ভুলিয়া গিয়াছি অর্ডার দেওয়া
দিনে দেখিতেছি চাঁদ।

সাহস করিয়া সহসা উঠিয়া
বসিয়াছি তার পাশে,
চমকিয়া উঠিয়া মুখপানে চাহিয়া
সে দেখি,
আগের মতোই হাসে।

হাতে রাখিয়াছি হাত তাহার
চোখে রাখিয়াছি চোখ,
মুখে নাহি মোর শব্দ প্রচুর মাত্র একটা শ্লোক।

“সন্দেশ সেতো স্বাদহীন
মিষ্টি সেতো তুমি প্রিয়”,
করিয়াছো হরণ, লুটিয়াছো মন, একথা তুমি জানিও।

শুনিয়া সে মৃদু, হাসিয়াছে
শুধু হাসিয়াছে!
ফিসফিস করিয়া,
বলিয়াছে কানে, ভালোও বাসিয়াছে আমারে।।

পোস্টটি শেয়ার করুন